Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

কী সেবা কীভাবে পাবেন

ক) প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স মুন্সীগঞ্জ জেলা কার্যালয় যুব প্রশিক্ষণ কেন্দ্রে নিম্নবর্নিত কোর্স পরিচালিত হয়):

কোর্স গুলির সময় ও ভর্তি ফি আসন সংখ্যা নিম্নরুপ:-

ক্রমিক

নং

প্রশিক্ষণ ট্রেডের নাম

শিক্ষাগত

যোগ্যাতা

কোর্সের মেয়াদ

ভর্তির সময় ও জানার মাধ্যম

আসন সংখ্যা (জন)

প্রশিক্ষণের ধরণ

কোর্স/ভর্তি ফি

১।

গবাদি পশু হাঁস-মুরগী

পালন, মৎস্য চাষ,

কৃষি ও প্রাথমিক চিকিৎসা

বিষয়ক প্রশিক্ষণ

নুন্যতম অস্টম শ্রেনী পাশ বা সমমান

৩ মাস / ১ মাস

বিশেষ প্রশিক্ষণ

০১ মাস

জুন,সেপ্টেম্বর,ডিসেম্বর,মার্চ

মাস। স্থানীয়ভাবে সরাসরি ও জাতীয় পত্রিকার

বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।

৬০ জন বিশেষ

প্রশিক্ষণ ৫০ জন

আবাসিক

১০০/(একশত) টাকা

জামানত- ১০০/-

(একশত) টাকাফেরত যোগ্য

২।

মর্ডাণ অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার এ্যাপিস্নকেশন

নুন্যতম এইচ এসসি পাশ বা সমমান

৬ মাস

জুন ও ডিসেম্বর

স্থানীয়ভাবে সরাসরি ও

জাতীয় পত্রিকার

বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।

৪০ জন

অনাবাসিক

ভর্তি ফি- ৫০০/-

(পাঁচশত) টাকা

৩।

বেসিক কম্পিউটার

এন্ড আইসিটি

এপ্লিকেশন কোর্স

নুন্যতম এইচ এসসি পাশ বা সমমান

৬ মাস


জুন ও ডিসেম্বর

স্থানীয়ভাবে সরাসরি ও

জাতীয় পত্রিকার

বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।

৭০ জন

অনাবাসিক

১০০০/-

(একহাজার) টাকা

      ৪।

ইলেকট্রনিক্স

নুন্যতম অস্টম শ্রেনী পাশ বা সমমান

৬ মাস

জুন ও ডিসেম্বর

স্থানীয়ভাবে সরাসরি ও

জাতীয় পত্রিকার

বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।

৩০ জন

অনাবাসিক

৩০০/-

(তিনশত) টাকা

      ৫।

রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং

নুন্যতম অস্টম শ্রেনী পাশ বা সমমান

৬ মাস

জুন ও ডিসেম্বর

স্থানীয়ভাবে সরাসরি ও

জাতীয় পত্রিকার

বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।

৩০ জন

অনাবাসিক

৩০০/-

(তিনশত) টাকা

      ৬।

ইলেকট্রিক্যল এন্ড হাউজওয়ারিং

নুন্যতম অস্টম শ্রেনী পাশ বা সমমান

৬ মাস

জুন ও ডিসেম্বর

স্থানীয়ভাবে সরাসরি ও

জাতীয় পত্রিকার

বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।

৩০ জন 

অনাবাসিক

৩০০/-

(তিনশত) টাকা

      ৭। 

পোষাক তৈরী

নুন্যতম অস্টম শ্রেনী পাশ বা সমমান

৩ মাস

জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর ও মার্চ

স্থানীয়ভাবে সরাসরি ও

জাতীয় পত্রিকার

বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।

২৫ জন 

অনাবাসিক

৫০/-

(পন্চ্ঞাশ) টাকা

      ৮। 

মৎস্য চাষ

নুন্যতম অস্টম শ্রেনী পাশ বা সমমান

১ মাস

প্রত্যেক মাসে স্থানীয়ভাবে সরাসরি ও

জাতীয় পত্রিকার

বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।

২০ জন 

অনাবাসিক

৫০/-

(পন্চ্ঞাশ) টাকা

এ ছাড়া বিশেষ প্রশিক্ষণ সমূহ এক মাস মেয়াদী হয়ে থাকে। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে এ সকল প্রশিক্ষণ এর আয়োজন করা হয়। সকল প্রশিক্ষণের জন্য স্থানীয়ভাবে বিজ্ঞপ্তি প্রদান করা হয়।

সকল ক্ষেত্রে যুব ও যুব নারীর বয়স ১৮-৩৫ বছর হতে হবে। প্রতিদিন সকল (কম্পিউটার বেসিক বাদে)প্রশিক্ষণার্থীকে ১০০/- (একশত টাকা) হারে যাতায়ত ভাতা প্রদান করা হয়। সফলভাবে প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হয়। ভর্তির জন্য আগ্রহী বেকার যুব ও যুব মহিলা সরাসরি উপপরিচালকের কার্যালয় এসে নির্ধারিত ফরম সংগ্রহ করে ফরম পুরণ করে জমা প্রদান সাপেক্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করে ভর্তি হতে পারেন।

এ ছাড়া জেলার সকল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় হতে ও ফরম সংগ্রহ করে ভর্তি হতে পারেন।



) অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ সমূহ (উপজেলা পর্যায়ে পরিচালিত হয়):

বয়স, শিক্ষাগত

যোগ্যতা ও অন্যান্য

শর্তাবলী

প্রশিক্ষণ ট্রেডের নাম

কোর্সের মোয়াদ

সেবা/ প্রশিক্ষণের

স্থান

আবাসন ব্যবস্থা

কোর্স/ভর্তি ফি

তথ্য প্রাপ্তির স্থান

বয়সঃ ১৮-৩৫ বছর

কমপক্ষে ৫ম শ্রেণী পাশ

এবং একই এলাকার কমপক্ষে ৩০ জন বেকার যুব ও যুব মহিলার একত্রে ব্যাচ গঠন করতে হয়।

১. গাভী পালন/দুগ্ধ খামার স্থাপন

২. গরম্ন মোটা-তাজা করণ

৩. ছাগল পালন প্রশিক্ষণ

৪. পারিবারিক হাঁস-মুরগী পালন প্রশিক্ষণ

৫. মৎস্য চাষ প্রশিক্ষণ

৬. কৃষি বিষয়ক বিভিন্ন ধরনের প্রশিক্ষণ

৭. ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক প্রশিক্ষণ

৮. পোশাক তৈরী প্রশিক্ষণ

৯. ব্লক ও বাটিক প্রিন্টিং প্রশিক্ষণ

১০. এ ছাড়াও স্থানীয় চাহিদা ভিত্তিক যে

কোন ট্রেডে প্রশিক্ষণ দেয়া হয়।

৭ দিন

সংশ্লিষ্ট উপজেলা


উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও প্রশিক্ষনার্থীদের

জন্য সুবিধা জনক স্থানে কোন প্রতিষ্ঠান

অনাবাসিক

সম্পূর্ন ফ্রি

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়

(সকল উপজেলা)মুন্সীগঞ্জ

সকল ক্ষেত্রে যুব ও যুব নারীর বয়স ১৮-৩৫ বছর হতে হবে। প্রতিদিন সকল প্রশিক্ষণার্থীকে ১০০/- (একশত টাকা) হারে যাতায়ত ভাতা প্রদান করা হয়।

ভর্তির জন্য আগ্রহী বেকার যুব ও যুব মহিলা সরাসরি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় এসে নির্ধারিত ফরম সংগ্রহ করে ফরম পুরণ করে জমা প্রদান সাপেক্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করে ভর্তি হতে পারেন। প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হয়।


ভর্তির যে কোন পরামর্শের জন্য যোগাযোগ করা যেতে পারে।

১। উপপরিচালকের কার্যালয়,যুব উন্নয়ন অধিদপ্তর,মুন্সীগঞ্জ।

২। ডেপুটি কো-অর্ডিনেটরের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর,মুন্সীগঞ্জ।(আবাসিক প্রশিক্ষণের জন্য)

৩। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়(সকল),মুন্সীগঞ্জ


গ) যুব ঋণ

১। প্রাতিষ্ঠানিক যুব ঋণ ১,৫০,০০০/- থেকে ২,০০,০০০/-টাকা প্রাপ্তির জন্য কেবলমাত্র প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রাপ্ত(জেলা পর্যায়ে প্রাপ্ত প্রশিক্ষণ) যুব ও যুব নারী  সকল উপজেলা কর্মকর্তার কার্যালয়,মুন্সীগঞ্জ যোগাযোগ করে নির্ধারিত ফরম পুরণ করে যথাযথ কাগজপত্র জমা প্রদান সাপেক্ষে ঋণ পেতে পারেন।

২। অপ্রাতিষ্ঠানিক যুব ঋণ ১,০০,০০০/- থেকে ১,৫০,০০০/--টাকা প্রাপ্তির জন্য কেবলমাত্র অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রাপ্ত(উপজেলা পর্যায়ে প্রাপ্ত প্রশিক্ষণ) যুব ও যুব নারী  সকল উপজেলা কর্মকর্তার কার্যালয়,মুন্সীগঞ্জ যোগাযোগ করে নির্ধারিত ফরম পুরণ করে যথাযথ কাগজপত্র জমা প্রদান সাপেক্ষে ঋণ পেতে পারেন।


ঘ) যুব সংগঠন নিবন্ধন-উপজেলা হতে নির্থারিত ফরম সংগ্রহ করে আবেদনের সাথে যথাযথ কাগজপত্র সংযোজন করে জমা প্রদান সাপেক্ষে যুব সংগঠন নিবন্ধন করা যায়।