এক নজরে সার্বিক যুব কার্যক্রম
উপ-পরিচালকের কার্যালয়
যুব উন্নয়ন অধিদপ্তর, মুন্সীগঞ্জ।
প্রতিশ্রুতিশীল, মেধাবী, সাহসী ও শৃজনশীল জনসংখ্যার এ বিরাট অংশকে উৎপাদনমূখী ও দক্ষ করে গড়ে তুলে উন্নয়নের মূল ধারায় সক্রিয় অংশগ্রহণ বাড়াতে যুব উন্নয়ন অধিদপ্তর নিরলস কাজ করে চলেছে। দেশ গঠনে যুব সমাজের দ্বায়িত্ববোধ জাগ্রত করা, গঠন মূলক মানসিকতা সৃষ্টি ও সুশৃংখল কর্মীবাহিনী হিসেবে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহণ বাড়াতে যুব উন্নয়ন অধিদপ্তর শুরু থেকেই বিভিন্ন বাস্তবমূখী কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে আসছে।
১৯৭৮ সালে যুব উন্নয়ন মন্ত্রণালয় সৃষ্টি হয়। পরবর্তীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নামকরণ করা হয়। ১৯৮১ সালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কার্ক্রম মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য যুব উন্নয়ন অধিদপ্তর সৃষ্টি করা হয়। সে ধারাবাহিকতায় তখনি মুন্সীগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয় স্থাপন করা হয়। বর্তমানে ভাংগার মোড়,বজ্রযোগিনী সদর, মুন্সীগঞ্জ অফিসটির অবস্থান।
যুব উন্নয়ন অধিদপ্তর যে সব সেবা যে ভাবে প্রদান করে তার বিস্তারিত বিবরণ নিম্নে প্রদত্ত হলোঃ
১। প্রশিক্ষণ সংক্রান্ত সেবা সমূহ
যুব উন্নয়ন অধিদপ্তর সাধারণত ২ ধরণের প্রশিক্ষন সেবা দিয়ে থাকে।
ক) প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ।
খ) অপ্রাতিষানিক প্রশিক্ষণ।
প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ট্রেড সমুহঃ
ট্রেডের নামঃ
১। গবাদিপশু,হাঁস-মুরগী পালন উহাদের প্রাথমিক চিগিৎসা,মৎস চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স।
মেয়াদঃ ০৩ মাস ও ১ মাস মেয়াদী
প্রশিক্ষণ শুরুর সময়ঃ জুলাই, অক্টোবর,জানুয়ারী,মার্চ।
আসন সংখ্যা -৬০ জন (আবাসিক)।
শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাস।
কোর্স ফি -১০০ টাকা ,জামানত ১০০ টাকা যা প্রশিক্ষণ শেষে ফেরত দেওয়া হয়।
প্রতি মাসে প্রশিক্ষণার্থীদের ১৮০০ টাকা যাতায়ত ভাতা প্রদান করা হয়।
২। মডার্ণ অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার এ্যাপ্লিকেশনঃ
মেয়াদ-৬ মাস।
প্রশিক্ষণ শুরুর সময়- জানুয়ারী ও জুলাই মাসের ১ তারিখ।
আসন সংখ্যা-৪০ জন। (অনাবাসিক)।
শিক্ষাগত যোগ্যতা -এইচ.এস.সি বা সমমান পাশ।
কোর্স ফি – ৫০০ টাকা।
প্রতি কর্মদিবসে প্রশিক্ষণার্থীদের ১০০ টাকা যাতায়ত ভাতা প্রদান করা হয়।
৩। পোষাক তৈরী (মহিলাদের জন্য)।
মেয়াদ – ০৩ মাস
প্রশিক্ষণ শুরুর সময়- জুলাই, অক্টোবর, জানুয়ারী ও এপ্রিল মাসের ১ তারিখ।
আসন সংখ্যা-২৫ জন। (অনাবাসিক)।
শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাস।
কোর্স ফি – ৫০ টাকা।
প্রতি কর্মদিবসে প্রশিক্ষণার্থীদের ১০০ টাকা যাতায়ত ভাতা প্রদান করা হয়।
৪। মৎস চাষ।
মেয়াদ -১ মাস।
প্রশিক্ষণ শুরুর সময় – প্রতি মাসের ১ তারিখ।
আসন সংখ্যা – ২৫ জন।
শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাস।
কোর্স ফি – ১০০ টাকা।
প্রতি কর্মদিবসে প্রশিক্ষণার্থীদের ১০০ টাকা যাতায়ত ভাতা প্রদান করা হয়।
৫। বেসিক কম্পিউটার এ্যান্ড আইসিটি এপ্লিকেশণ।
মেয়াদ -৬ মাস।
প্রশিক্ষণ শুরুর সময় – জানুয়ারী ও জুলাই মাসের ১ তারিখ।
আসন সংখ্যা – ৭০ জন।
শিক্ষাগত যোগ্যতা – এইচ. এস, সি বা সমমান শ্রেণী পাস।
কোর্স ফি – ১০০০ টাকা।
৬। রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং।
মেয়াদ -৬ মাস।
প্রশিক্ষণ শুরুর সময় – প্রতি জানুয়ারী – জুলাই মাসের ১ তারিখ।
আসন সংখ্যা – ৩০ জন।
শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাস।
কোর্স ফি – ৩০০ টাকা।
প্রতি কর্মদিবসে প্রশিক্ষণার্থীদের ১০০ টাকা যাতায়ত ভাতা প্রদান করা হয়।
৭। ইলেক্ট্রনিক্স।
মেয়াদ -৬ মাস।
প্রশিক্ষণ শুরুর সময় – প্রতি জানুয়ারী – জুলাই মাসের ১ তারিখ।
আসন সংখ্যা – ৩০ জন।
শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাস।
কোর্স ফি – ৩০০ টাকা।
প্রতি কর্মদিবসে প্রশিক্ষণার্থীদের ১০০ টাকা যাতায়ত ভাতা প্রদান করা হয়।
৮। ইলেক্ট্রিক্যাল এন্ড হাউজওয়ারিং।
মেয়াদ -৬ মাস।
প্রশিক্ষণ শুরুর সময় – প্রতি জানুয়ারী – জুলাই মাসের ১ তারিখ।
আসন সংখ্যা – ৩০ জন।
শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাস।
কোর্স ফি – ৩০০ টাকা।
প্রতি কর্মদিবসে প্রশিক্ষণার্থীদের ১০০ টাকা যাতায়ত ভাতা প্রদান করা হয়।
প্রশিক্ষণসমুহে গ্রহণে আগ্রহী মুন্সীগঞ্জ জেলার বেকার যুব/যুব মহিলাগন যোগাযোগ করবেন।
উপ-পরিচালক
যুব উন্নয়ন অধিদপ্তর
মুন্সীগঞ্জ ।
টেলিফোন-০১৭০৯৩৩০২৬৪, সহঃ পরিচালক ০১৭১২৬৫৪২২৯,০১৭১২৭০৪১২৩
Mail-ddmunshiganj@dyd.gov.bd
অথবা
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়,মুন্সীগঞ্জ জেলার সকল উপজেলা।
অপ্রাতিষ্ঠানিক (ভ্রাম্যমান) ট্রেড সমূহঃ
সাধারণত উপজেলা পর্যায়ে অপ্রাতিষ্ঠানিক বা ভ্রাম্যমান প্রশিক্ষণ দেয়া হয়। এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বা যুব সংগঠন/ক্লাবে এ প্রশিক্ষণের ভেন্যু হেসেবে ব্যবহার করে ০৭ দিন মেয়াদী এ সকল প্রশিক্ষণ দেয়া হয়। যেহেতু প্রত্যন্ত এলাকায় গিয়ে প্রশিক্ষন প্রদান করা হয়। সে কারণে বেকার যুবদের এ প্রশিক্ষণ গ্রহণে খরচ কম হয় ও সময় সাশ্রয় হয়। অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহনে বেকার যুবদের কোন প্রকার প্রশিক্ষণ ফি প্রদান করতে হয় না। যে সমস্ত ট্রেডে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করা হয় তা নিম্নরূপঃ
প্রশিক্ষণ চলাকালীন প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ১০০ টাকা দৈনিক হারে যাতায়ত ভাতা প্রদান করা হয়।
পারিবারিক হাঁস মুরগি পালন,গরু মোটাতাজা করন,গাভি পালন,শাকসব্জী চাষ,নার্সারি বিষয়ক
ছাগল পালন, মৎস চাষ এ ছাড়া স্থানীয় চাহিদার ভিত্তিতে ট্রেড নির্বাচন করে প্রশিক্ষণ দেয়া হয়।
যোগাযোগের ঠিকানাঃ
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, সকল উপজেলা, মুন্সীগঞ্জ।
ঋন কর্মসূচি
যুব উন্নয়ন অধিদপ্তর সাধারণত দুই ধরণের ঋণ দেয়া হয় ।
১) ব্যক্তি ঋণ।
২) গ্রুপ ঋণ
১। ব্যক্তি ঋন/যুব ঋণঃ শুধু যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষন গ্রহনের পর প্রকল্প গ্রহণকারী যুব ও
যুব নারীকে এ ঋণ প্রদান করা হয়। ব্যাক্তি শ্রেণী ঋন আবার দুই প্রকার।
ক) প্রাতিষ্ঠানিক ঃ প্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষণ গ্রহণকারীর অনুকূলে ৩ বার ঋণ প্রদান করা হয় এবং যার পরিমান যথাক্রমে ৬০০০০/-, ৮০০০০/- ও ১০০০০০/- হাজার টাকা।
খ) অপ্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষন গ্রহণকারি যুবদের প্রকল্পের কলেবর বৃদ্ধির জন্য সর্বোচ্চ ৪০০০০/-(চল্লিশ হাজার) টাকা থেকে ৬০০০০ টাকা পর্যন্ত এ শ্রেণীর আওতায় ঋণ প্রদান করা হয়।
সফল ভাবে ঋন পরিশোধ কারীকে ৩ বার ঋন প্রদান করা হয়। ঋণের সার্ভিস চার্জের পরিমাণ ৫% ক্রমহ্রাসমান হারে নির্ধারিত হয়।
যোগাযোগের ঠিকানা- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়,মুন্সীগঞ্জ জেলার সকল উপজেলা।
গ্রুপ ঋন
পরিবারে সদস্যদের নিয়ে গ্রুপ গঠন করে এ প্রকারের ঋন দেয়া হয়। এ ঋণ পরিবার ভিত্তিক প্রদান করা হয়। পারিবারিক ঐতিহ্য রক্ষা ও মুল্যবোধ সমুন্নত রাখার লক্ষ্যে পারিবারিক সম্প্রিতি, শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলার মাধ্যমে পরিবারকে উন্নয়নের একক হিসেবে প্রাধান্য দিয়ে স্বকর্মসংস্থান সৃষ্টিই এ প্রকার ঋণ কর্মসূচির মুল লক্ষ্য।
কর্মসূচির আওতায় ৫ জন সদস্য নিয়ে ১ টি গ্রুপ এবং ৮-১০ টি গ্রুপ নিয়ে ১ টি কেন্দ্র গঠন করা হয়। প্রতি সদস্য ১ম দফায় ১২০০০/- টাকা একটি গ্রুপ পায় ৮০০০০ টাকা। ৩ সপ্তাহ গ্রেস পিরিয়ড বাদে ৫২ সপ্তাহে এ ঋণ পরিশোধ করতে হয়। পরিশোধের পর ধারাবাহিক ভাবে ৩য় দফা পর্যন্ত ঋন দেয়া হয়। ২য় দফায় একজন ঋণ গ্রহিতা ১৬০০০/- টাকা ঋন পায় একটি গ্রুপ পায় ৮০০০০ টাকা। ৩য় দফায় একজন ঋণ গ্রহিতা ২০০০০/- টাকা ঋন পায় একটি গ্রুপ পায় ১০০০০০ টাকা। সার্ভিস চার্জ ৫%।
যোগাযোগের ঠিকানা- জেলার চারটি উপজেলায় এই ঋণ প্রদান করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, সিরাজদিখান,শ্রীনগর,গজারিয়া ও টংগীবাড়ী,মুন্সীগঞ্জ ।
যুব সংগঠন নিবন্ধণঃ
বেসরকারী স্বেচ্ছাসেবী যুব সংগঠন সমূহকে বিভিন্ন অর্মসূচির মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে সম্পৃক্তকরণের দ্বায়িত্ব যুব উন্নয়ন অধিদপ্তর পালন করে থাকে। যুব উন্নয়ন অধিদপ্তরের উন্নয়ন সহযোগী হিসেবে যুব সংগঠন নিবন্ধণ করে।
যোগাযোগের ঠিকানা- উপ-পরিচালকের কার্যালয়
যুব উন্নয়ন অধিদপ্তর, মুন্সীগঞ্জ।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়
সংশ্লিষ্ট উপজেলা।
যুব সংগঠনকে অনুদান প্রদানঃ
যুব সংগঠন সমূহকে দেশ গঠন মূলক কর্মসূচি বাস্তবায়নের জন্য আর্থিক সহায়তা প্রদানের নিমিত্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক যুব কল্যাণ তহাবিল হতে প্রতি বছর অনুদান প্রদান করা হয়। তা ছাড়া কর্মসূচি সুষ্ঠভাবে বাস্তবায়নের জন্য সংগঠন সমূহকে অনুন্নয়ন খাত থেকেও অনুদান দেয়া হয়
যোগাযোগের ঠিকানা- উপ-পরিচালকের কার্যালয়
যুব উন্নয়ন অধিদপ্তর, মুন্সীগঞ্জ।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় সকল উপজেলা।
সার্ক ইয়ূথ এওয়ার্ড–
দক্ষিণ এশীয়অঞ্চলে যুবদের সৃজনশীল ও অনুকরণীয় যুব কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ ১৯৯৭ সাল থেকে সার্ক ইয়ূথ এওয়ার্ড” স্কীম চালু করা হয়। বাংলাদেশে এ এওয়ার্ড প্রদান করা হয়।
যোগাযোগের ঠিকানা- পরিচালক (বাস্তবায়ন,মনিটরিং ও যুব সংগঠন ) প্রধান কার্যালয় ঢাকা।
উপ-পরিচালক কার্যালয়,মুন্সীগঞ্জ ।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়,সকল উপজেলা,মুন্সীগঞ্জ।
কমুনওয়েলথ ইয়ূথ এওয়ার্ড প্রাদান-
যুব উন্নয়ন কর্মকান্ডে অবদান। সংগঠনের মাধ্যমে সমাজ উন্নয়ন কর্মকান্ড, আদিবাসী যুবদের উন্নয়নমুলক কর্মকান্ড, যুব সংগঠনের মাধ্যমে প্রকল্প ভিত্তিক কমিউনিটি ডেভেলপমেন্ট ও স্বনির্ভর কার্যালয় জন্য বাংলাদেশী যুব/যুব সংগঠনকে কমনোয়েলথ ইয়ূথ এওয়ার্ড প্রদান করা হয়
যোগাযোগের ঠিকানা- পরিচালক (বাস্তবায়ন,মনিটরিং ও যুব সংগঠন ) প্রধান কার্যালয় ঢাকা।
উপপরিচালক, উপ-পরিচালক কার্যালয়,মুন্সীগঞ্জ ।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়,সকল উপজেলা,মুন্সীগঞ্জ।
জাতীয় যুব পুরস্কার-
যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রশিক্ষণ গ্রহন পূর্বক আত্বকর্মসংস্থানে সফলতা অর্জন করে দৃষ্টান্ত স্থাপন করেছে এবং যাদের সমাজের ইতিবাচক পরিবর্তনে ভুমিকা আছে সে সকল যুব/যুব মহিলা প্রকল্প গ্রহন কারীকে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয়। তা ছাড়া যুব সংগঠক যারা যুব উন্নয়ন কর্মকান্ডে অনন্য অবদান রাখে তাদের মধ্য থেকে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয়।
যোগাযোগের ঠিকানা- উপ-পরিচালক
উপ-পরিচালকের কার্যালয়,মুন্সীগঞ্জ।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়,সকল,মুন্সীগঞ্জ ।
তথ্য প্রদান-
যুব উন্নয়ন অধিদপ্তর,মুন্সীগঞ্জ এর তথ্য প্রদানকারী কর্মকর্ত সহকারী পরিচালক কর্তৃক প্রদত্ত সকল প্রকার সেবা কর্মকান্ডের তথ্য প্রদান করা হয়ে থাকে।
যোগাযোগের ঠিকানাঃ সহকারী পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর ,মুুন্সীগঞ্জ জেলা কার্যালয়,মোবাইল-০১৭১২৬৫৪২২৯,০১৭১২৭০৪১২৩
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা কার্যালয়, মুন্সীগঞ্জ সকল।
৩০ জুন ২০২৪ পর্যন্ত অর্জণ
জেলায় ২০২৩-২৪ অর্থ বছরে জেলায় ১১৩৬ জনকে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ও ২৫২০ জনকে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষিতি ৪৩৯ জন যুব কে ১৯৭৫০০০০ টাকা যুব ঋণ প্রদান করা হয়েছে। জেলায় ৭৫০ জনকে আত্মকর্মী করা হয়েছে। ০৯টি নতুন সংগঠনকে নিবন্ধন করা হয়েছে।
বিভিন্ন অনিয়ম বিষয়ে অভিযোগঃ
সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সরাসরি অথবা ফোনের মাধ্যমে অভিযোগ দাখিল করা যাবে।
মহাপরিচালক,
যুব উন্নয়ন অধিদপ্তর, ১০৮ মতিঝিল,বা/এ
ঢাকা-১০০০।
অথবা
উপ-পরিচালকের কার্যালয়
যুব উন্নয়ন অধিদপ্তর
মুন্সীগঞ্জ ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস