উপ-পরিচালকের কার্যালয়.যুব উন্নয়ন অধিদপ্তর, মুন্সীগঞ্জ এর সেবার তালিকা-অর্থ বছর-২০২৪-২৫
যুব উন্নয়ন অধিদপ্তর যে সব সেবা যে ভাবে প্রদান করে তার বিস্তারিত বিবরণ নিম্নে প্রদত্ত হলোঃ
১। প্রশিক্ষণ সংক্রান্ত সেবা সমূহ
যুব উন্নয়ন অধিদপ্তর সাধারণত ২ ধরণের প্রশিক্ষন সেবা দিয়ে থাকে।
ক) প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ।
খ) অপ্রাতিষানিক প্রশিক্ষণ।
প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ট্রেড সমুহঃ
ট্রেডের নামঃ
১। গবাদিপশু,হাঁস-মুরগী পালন উহাদের প্রাথমিক চিগিৎসা,মৎস চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স।
মেয়াদঃ ০৩ মাস ও ১ মাস মেয়াদী
প্রশিক্ষণ শুরুর সময়ঃ জুলাই, অক্টোবর,জানুয়ারী,মার্চ।
আসন সংখ্যা -৬০ জন (আবাসিক)।
শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাস।
কোর্স ফি -১০০ টাকা ,জামানত ১০০ টাকা যা প্রশিক্ষণ শেষে ফেরত দেওয়া হয়।
প্রতি কর্মদিবসে র্প্রশিক্ষণার্থীদের ১৫০ টাকা যাতায়ত ভাতা প্রদান করা হয়।
২। মডার্ণ অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার এ্যাপ্লিকেশনঃ
মেয়াদ-৬ মাস।
প্রশিক্ষণ শুরুর সময়- জানুয়ারী ও জুলাই মাসের ১ তারিখ।
আসন সংখ্যা-৪০ জন। (অনাবাসিক)।
শিক্ষাগত যোগ্যতা -এইচ.এস.সি বা সমমান পাশ।
কোর্স ফি – ৫০০ টাকা।
প্রতি কর্মদিবসে প্রশিক্ষণার্থীদের ১০০ টাকা যাতায়ত ভাতা প্রদান করা হয়।
৩।পোষাক তৈরী (মহিলাদের জন্য) প্রশিক্ষণ।
মেয়াদ – ০৩ মাস
প্রশিক্ষণ শুরুর সময়- জুলাই, অক্টোবর, জানুয়ারী ও এপ্রিল মাসের ১ তারিখ।
আসন সংখ্যা-২৫ জন। (অনাবাসিক)।
শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাস।
কোর্স ফি – ৫০ টাকা।
প্রতি কর্মদিবসে প্রশিক্ষণার্থীদের ১০০ টাকা যাতায়ত ভাতা প্রদান করা হয়।
৪। মৎস চাষ বিষয়ক প্রশিক্ষণ।
মেয়াদ -১ মাস।
প্রশিক্ষণ শুরুর সময় – প্রতি মাসের ১ তারিখ।
আসন সংখ্যা – ২৫ জন।
শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাস।
কোর্স ফি – ১০০ টাকা।
প্রতি কর্মদিবসে প্রশিক্ষণার্থীদের ১০০ টাকা যাতায়ত ভাতা প্রদান করা হয়।
৫। বেসিক কম্পিউটার এ্যান্ড আইসিটি এপ্লিকেশণ প্রশিক্ষণ।
মেয়াদ -৬ মাস।
প্রশিক্ষণ শুরুর সময় – জানুয়ারী ও জুলাই মাসের ১ তারিখ।,আসন সংখ্যা – ৭০ জন।
শিক্ষাগত যোগ্যতা – এইচ. এস, সি বা সমমান শ্রেণী পাস।
কোর্স ফি – ১০০০ টাকা।
৬। রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং প্রশিক্ষণ,মেয়াদ -৬ মাস।
প্রশিক্ষণ শুরুর সময় – প্রতি জানুয়ারী – জুলাই মাসের ১ তারিখ।
আসন সংখ্যা – ৩০ জন।
শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাস.কোর্স ফি – ৩০০ টাকা।
প্রতি কর্মদিবসে প্রশিক্ষণার্থীদের ১০০ টাকা যাতায়ত ভাতা প্রদান করা হয়।
৭। ইলেক্ট্রনিক্স বিষয়ক প্রশিক্ষণ,মেয়াদ -৬ মাস।
প্রশিক্ষণ শুরুর সময় – প্রতি জানুয়ারী – জুলাই মাসের ১ তারিখ।
আসন সংখ্যা – ৩০ জন।
শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাস,কোর্স ফি – ৩০০ টাকা।
প্রতি কর্মদিবসে প্রশিক্ষণার্থীদের ১০০ টাকা যাতায়ত ভাতা প্রদান করা হয়।
৮। ইলেক্ট্রিক্যাল এন্ড হাউজওয়ারিং প্রশিক্ষণ।
মেয়াদ -৬ মাস।
প্রশিক্ষণ শুরুর সময় – প্রতি জানুয়ারী – জুলাই মাসের ১ তারিখ।
আসন সংখ্যা – ৩০ জন।
শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাস,কোর্স ফি – ৩০০ টাকা।
প্রতি কর্মদিবসে প্রশিক্ষণার্থীদের ১০০ টাকা যাতায়ত ভাতা প্রদান করা হয়।
০৯। যানবাহন চালনা প্রশিক্ষণ-(বর্তমানে বন্ধ রয়েছে)
মেয়াদ -১ মাস।
প্রশিক্ষণ শুরুর সময় – প্রতি মাসের ১ তারিখ।
আসন সংখ্যা – ২০ জন।
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাস বা সমমান ,কোর্স ফি – নাই
প্রতি কর্মদিবসে প্রশিক্ষণার্থীদের ২০০ টাকা যাতায়ত ভাতা প্রদান করা হয়।
বিশেষ প্রশিক্ষণ-২০২৪-২৫
১.ইয়ুথ কিচেন প্রশিক্ষণ(রান্না বিষয়ক) ১মাস মেয়াদী,শিক্ষাগত যোগ্যতা-নূন্যতম-৮ম শ্রেনী,শুরু -০১ অক্টোবর,২০২৪খ্রি,
২.ফ্রিল্যান্সিং/আউট সোর্সিং প্রশিক্ষণ-১মাস মেয়াদী,শিক্ষাগত যোগ্যতা-নূন্যতম-এইচএসসি বা সমমান পাশ,শুরু -০১ অক্টোবর,২০২৪খ্রি
৩.বিউটিফিকেশন ১মাস মেয়াদী,শিক্ষাগত যোগ্যতা-নূন্যতম-৮ম শ্রেনী,শুরু -০১ নভেম্বর,২০২৪খ্রি
৪.ওয়েল্ডিং-১মাস মেয়াদী,শিক্ষাগত যোগ্যতা-নূন্যতম-৮ম শ্রেনী,শুরু -০১ ডিসেম্বর,২০২৪খ্রি
৫.হস্তশিল্প,একমাস মেয়াদী,শিক্ষাগত যোগ্যতা-নূন্যতম-৮ম শ্রেনী,শুরু -০১ ফেব্রুয়ারী,২০২৫খ্রি
৬. মো্বাইল সার্ভিসিং- ১মাস মেয়াদী,শিক্ষাগত যোগ্যতা-নূন্যতম-৮ম শ্রেনী,শুরু -০১ জানুয়ারী,২০২৫খ্রি
প্রশিক্ষণসমুহে গ্রহণে আগ্রহী মুন্সীগঞ্জ জেলার বেকার যুব/যুব মহিলাগন যোগাযোগ করবেন।
উপ-পরিচালক
যুব উন্নয়ন অধিদপ্তর
মুন্সীগঞ্জ ।
টেলিফোন-০১৭০৯৩৩০২৬৪, সহঃ পরিচালক ,
Mail-ddmunshiganj@dyd.gov.bd
অথবা
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়,মুন্সীগঞ্জ জেলার সকল উপজেলা।
মোবা-০১৭১২১৮৯১৪২,০১৭১২৫১৮৬৮৬,০১৯৪১৭২১৮৩৩,০১৭১৮৭৭২২২২,০১৩১৮৭৯২৩০৭,০১৭৬৪২৫৩৮৭৭
অপ্রাতিষ্ঠানিক (ভ্রাম্যমান) যুব প্রশিক্ষণ ট্রেড সমূহঃ
সাধারণত উপজেলা পর্যায়ে অপ্রাতিষ্ঠানিক বা ভ্রাম্যমান প্রশিক্ষণ দেয়া হয়। এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বা যুব সংগঠন/ক্লাবে এ প্রশিক্ষণের ভেন্যু হেসেবে ব্যবহার করে ০৭ দিন মেয়াদী এ সকল প্রশিক্ষণ দেয়া হয়। যেহেতু প্রত্যন্ত এলাকায় গিয়ে প্রশিক্ষন প্রদান করা হয়। সে কারণে বেকার যুবদের এ প্রশিক্ষণ গ্রহণে খরচ কম হয় ও সময় সাশ্রয় হয়। অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহনে বেকার যুবদের কোন প্রকার প্রশিক্ষণ ফি প্রদান করতে হয় না। যে সমস্ত ট্রেডে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করা হয় তা নিম্নরূপঃ
পারিবারিক হাঁস মুরগি পালন,গরু মোটাতাজা করন,গাভি পালন,শাকসব্জী চাষ,নার্সারি বিষয়ক,ছাগল পালন, মৎস চাষ এ ছাড়া স্থানীয় চাহিদার ভিত্তিতে ট্রেড নির্বাচন করে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ চলাকালীন প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ১০০ টাকা দৈনিক হারে যাতায়ত ভাতা প্রদান করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, সকল উপজেলা, মুন্সীগঞ্জ।
ঋন কর্মসূচি
যুব উন্নয়ন অধিদপ্তর সাধারণত দুই ধরণের ঋণ দেয়া হয় ।
১) আত্মকর্মসংস্থান যুব ঋণ কর্মসুচি।
২) পরিবারভিত্তিক যুব ঋণ কর্মসুচি।
১। আত্মকর্মসংস্থান যুব ঋণ কর্মসুচি/ব্যক্তি ঋন যুব ঋণঃ শুধু যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহনের পর প্রকল্প গ্রহণকারী যুব ও যুব নারীকে এ ঋণ প্রদান করা হয়।
ব্যাক্তি শ্রেণী ঋন আবার দুই প্রকার।
ক) প্রাতিষ্ঠানিক যুব ঋণঃ প্রাতিষ্ঠানিক যে কোন প্রশিক্ষণ ট্রেডে প্রশিক্ষণ গ্রহণকারীর বেকার যুব ও যুব মহিলাদের প্রকল্পের কলেবর বৃদ্ধির জন্য প্রকল্পের অনুকুলে ০২(দুই) বার ঋণ প্রদান করা হয় এবং যার পরিমান যথাক্রমে ১ম দফা-১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার),টাকা্। প্রথম দফা সফল ভাবে নিয়মিত পরিশোধ সাপেক্ষে ২য় দফায় ২,০০,০০০(দুই লক্ষ) টাকা ঋণ প্রদান করা হয়। ঋণ সাধারনত নিজ উপজেলা হতে এ ঋণ পাওয়া যায়। প্রশিক্ষণ গ্রহনের সর্ব্বোচ্য ০৫ (পাঁচ) বছরের মধ্যে ঋণ গ্রহন করতে হয়।ঋণের সার্ভিস চার্জের পরিমাণ ৫% ক্রমহ্রাসমান হারে নির্ধারিত হয়।
খ) অপ্রাতিষ্ঠানিক যুব ঋণঃ অপ্রাতিষ্ঠানিক যে কোন প্রশিক্ষণ ট্রেডে প্রশিক্ষণ গ্রহণকারী বেকার যুব ও যুব মহিলাদের প্রকল্পের কলেবর বৃদ্ধির জন্য প্রকল্পের অনুকুলে ০২(দুই) বার ঋণ প্রদান করা হয় এবং যার পরিমান যথাক্রমে ১ম দফা সর্বোচ্চ-১,০০,০০০/-(এক লক্ষ ),টাকা্। প্রথম দফা সফল ভাবে নিয়মিত পরিশোধ সাপেক্ষে ২য় দফায় ১,৫০,০০০(এক লক্ষ পঞ্চাশ হাজার ) টাকা ঋণ প্রদান করা হয়। ঋণ সাধারনত নিজ উপজেলা হতে এ ঋণ পাওয়া যায়। প্রশিক্ষণ গ্রহনের সর্ব্বোচ্য ০৫ (পাঁচ) বছরের মধ্যে ঋণ গ্রহন করতে হয়।ঋণের সার্ভিস চার্জের পরিমাণ ৫% ক্রমহ্রাসমান হারে নির্ধারিত হয়।মাসিক কিস্তিতে এ ঋন আদায় করা হয়।
যোগাযোগের ঠিকানা- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়,মুন্সীগঞ্জ জেলার সকল উপজেলা।
মোবা-০১৭১২১৮৯১৪২,০১৭১২৫১৮৬৮৬,০১৯৪১৭২১৮৩৩,০১৭১৮৭৭২২২২,০১৩১৮৭৯২৩০৭,০১৭৬৪২৫৩৮৭৭
পরিবারভিত্তিক যুব ঋণ
পরিবারে সদস্যদের নিয়ে গ্রুপ গঠন করে এ প্রকারের ঋন দেয়া হয়। এ ঋণ পরিবার ভিত্তিক প্রদান করা হয়। পারিবারিক ঐতিহ্য রক্ষা ও মুল্যবোধ সমুন্নত রাখার লক্ষ্যে পারিবারিক সম্প্রিতি, শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলার মাধ্যমে পরিবারকে উন্নয়নের একক হিসেবে প্রাধান্য দিয়ে স্বকর্মসংস্থান সৃষ্টিই এ প্রকার ঋণ কর্মসূচির মুল লক্ষ্য।
পরিবারভিত্তিক ঋণ ০৫ জনের একটি গ্রুপের মাধ্যমে ৪-৬টি গ্রুপের সমন্বয়ে একটি কেন্দ্র গঠন করে প্রতি জনে ১ম দফায় ৩০ হাজার টাকা ও প্রতি গ্রুপে ১,৫০,০০০টাকা প্রদান করা হয়।প্রথম দফা সফল ভাবে নিয়মিত পরিশোধ সাপেক্ষে ২য় দফায় প্রতি গ্রপে ২০০,০০০(দু্ই লক্ষ ) টাকা ঋণ প্রদান করা হয়। মুল টাকা ৫০টি পাক্ষিক কিস্তিতে এ ঋণ আদায় করা হয়। মুল টাকার অতিরিক্ত ০২টি কিস্তি সার্ভিস চার্জ হিসেবে প্রদান করতে হয়।
যোগাযোগের ঠিকানা- জেলার চারটি উপজেলায় এই ঋণ প্রদান করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, সিরাজদিখান,শ্রীনগর,গজারিয়া ও টংগীবাড়ী,মুন্সীগঞ্জ ।
যুব সংগঠন নিবন্ধণঃ
বেসরকারী স্বেচ্ছাসেবী যুব সংগঠন সমূহকে বিভিন্ন অর্মসূচির মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে সম্পৃক্তকরণের দ্বায়িত্ব যুব উন্নয়ন অধিদপ্তর পালন করে থাকে। যুব উন্নয়ন অধিদপ্তরের উন্নয়ন সহযোগী হিসেবে যুব সংগঠন নিবন্ধণ করায়। নিবন্ধন করার জন্য নির্ধারিত ফরমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বরাবরে আবেদন করতে হয়। আবেদন গৃহীত হলে ৫০০টাকার ট্রেজারী চালানের মাধ্যমে নিবন্ধন ফি জমা করতে হয।
সংগঠন নিবন্ধনের জন্য যোগাযোগের ঠিকানা-
উপ-পরিচালকের কার্যালয়
যুব উন্নয়ন অধিদপ্তর, বর্জ্যযোগিনী, মুন্সীগঞ্জ।
ও
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়
সংশ্লিষ্ট উপজেলা।
যুব সংগঠনকে অনুদান প্রদানঃ
যুব সংগঠন সমূহকে দেশ গঠন মূলক কর্মসূচি বাস্তবায়নের জন্য আর্থিক সহায়তা প্রদানের নিমিত্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক যুব কল্যাণ তহাবিল হতে প্রতি বছর অনুদান প্রদান করা হয়। প্রতি বছর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি মোতাবেক আবেদন করতে হয়। জাতীয় তিনটি দৈনিক সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রদান করা হয়।
যোগাযোগের ঠিকানা-
উপ-পরিচালকের কার্যালয়
যুব উন্নয়ন অধিদপ্তর, মুন্সীগঞ্জ।
ও
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় সকল উপজেলা।
মোবা-০১৭১২১৮৯১৪২,০১৭১২৫১৮৬৮৬,০১৯৪১৭২১৮৩৩,০১৭১৮৭৭২২২২,০১৩১৮৭৯২৩০৭,০১৭৬৪২৫৩৮৭৭
সার্ক ইয়ূথ এওয়ার্ড–
দক্ষিণ এশীয়অঞ্চলে যুবদের সৃজনশীল ও অনুকরণীয় যুব কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ ১৯৯৭ সাল থেকে সার্ক ইয়ূথ এওয়ার্ড” স্কীম চালু করা হয়। বাংলাদেশে এ এওয়ার্ড প্রদান করা হয়।
যোগাযোগের ঠিকানা- পরিচালক (বাস্তবায়ন,মনিটরিং ও যুব সংগঠন ) প্রধান কার্যালয় ঢাকা।
উপ-পরিচালক কার্যালয়,মুন্সীগঞ্জ ।
ও
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়,সকল উপজেলা,মুন্সীগঞ্জ।
মোবা-০১৭১২১৮৯১৪২,০১৭১২৫১৮৬৮৬,০১৯৪১৭২১৮৩৩,০১৭১৮৭৭২২২২,০১৩১৮৭৯২৩০৭,০১৭৬৪২৫৩৮৭৭
কমুনওয়েলথ ইয়ূথ এওয়ার্ড প্রাদান-
যুব উন্নয়ন কর্মকান্ডে অবদান। সংগঠনের মাধ্যমে সমাজ উন্নয়ন কর্মকান্ড, আদিবাসী যুবদের উন্নয়নমুলক কর্মকান্ড, যুব সংগঠনের মাধ্যমে প্রকল্প ভিত্তিক কমিউনিটি ডেভেলপমেন্ট ও স্বনির্ভর কার্যালয় জন্য বাংলাদেশী যুব/যুব সংগঠনকে কমনোয়েলথ ইয়ূথ এওয়ার্ড প্রদান করা হয়
যোগাযোগের ঠিকানা- পরিচালক (বাস্তবায়ন,মনিটরিং ও যুব সংগঠন ) প্রধান কার্যালয় ঢাকা।
উপপরিচালক, উপ-পরিচালক কার্যালয়,মুন্সীগঞ্জ ।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়,সকল উপজেলা,মুন্সীগঞ্জ।
জাতীয় যুব পুরস্কার-
যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রশিক্ষণ গ্রহন পূর্বক আত্বকর্মসংস্থানে সফলতা অর্জন করে দৃষ্টান্ত স্থাপন করেছে এবং যাদের সমাজের ইতিবাচক পরিবর্তনে ভুমিকা আছে সে সকল যুব/যুব মহিলা প্রকল্প গ্রহন কারীকে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয়। তা ছাড়া যুব সংগঠক যারা যুব উন্নয়ন কর্মকান্ডে অনন্য অবদান রাখে তাদের মধ্য থেকে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয়।
যোগাযোগের ঠিকানা-
উপ-পরিচালক
উপ-পরিচালকের কার্যালয়,মুন্সীগঞ্জ।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়,সকল,মুন্সীগঞ্জ ।
তথ্য প্রদান-
যুব উন্নয়ন অধিদপ্তর মুন্সীগঞ্জ এর তথ্য কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সকল প্রকার সেবা কর্মকান্ডের তথ্য প্রদান করা হয়ে থাকে।
যোগাযোগের ঠিকানাঃ সহকারী পরিচালক,০১৭১২৬৫৪২২৯, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়্।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা কার্যালয়, মুন্সীগঞ্জ (সকল)।
বিভিন্ন অনিয়ম বিষয়ে অভিযোগঃ]
সুনির্দিষ্ট অভিযোগ দাখিল করা যাবে।
মহাপরিচালক,
যুব উন্নয়ন অধিদপ্তর, ১০৮ মতিঝিল,বা/এ
ঢাকা-১০০০।
অথবা
উপ-পরিচালকের কার্যালয়
যুব উন্নয়ন অধিদপ্তর
মুন্সীগঞ্জ ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS